কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধর, ভিডিও ভাইরাল

- আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে এক নারীকে প্রকাশ্যে মারধর করে এক যুবক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপর আজ বেলা ১১টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ওই নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবক ও নির্যাতনের শিকার নারী স্বামী–স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লায়। ওই দম্পতি ঘটনার এক দিন আগে (২৩ জুলাই) কক্সবাজারে বেড়াতে আসেন।
স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। ২৪ জুলাই যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে, মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে আজ তাকে গ্রেপ্তার করে।