গাজীপুরে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ,ফায়ার সার্ভিসের অভিযানেও সন্ধান মেলেনি!

- আপডেট সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ: সময় সংবাদে খবর প্রকাশে পুলিশ সদস্য প্রত্যাহার।
খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর পাঠান স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে রাত ১২টায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। সন্ধার পর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে যায়। এর মধ্যে প্রবল স্রোত রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান সফল হয়নি।