তাসকিনের মারধরের ঘটনায় যা বলছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সিফাতুর রহমান সৌরভ নামের একজনকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। তবে এ রকম কিছু করেননি বলে বিসিবিকে ব্যাখ্যা দিয়েছেন এই টাইগার পেসার।

সোমবার (২৮ জুলাই) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।তিনি বলেন, সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে পরামর্শ দিলেন বিসিবি সভাপতি
এদিকে জিডিতে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

তাসকিনের মারধরের ঘটনায় যা বলছে বিসিবি

আপডেট সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

সিফাতুর রহমান সৌরভ নামের একজনকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। তবে এ রকম কিছু করেননি বলে বিসিবিকে ব্যাখ্যা দিয়েছেন এই টাইগার পেসার।

সোমবার (২৮ জুলাই) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।তিনি বলেন, সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে পরামর্শ দিলেন বিসিবি সভাপতি
এদিকে জিডিতে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।