বাংলাদেশের কাছে ধরাশায়ী পাকিস্তান, যা বললেন রমিজ রাজা

- আপডেট সময় : ১০:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ঘরের মাঠে ৩-০ তে হোয়াইটওয়াশ করলেও, বাংলাদেশের মাঠে ঠিক উল্টো ফলাফলের মুখ দেখেছে বাবর আজমের দল। এই পরাজয়ের পর নিজেদের দুর্বলতা নিয়ে খোলামেলা বিশ্লেষণ করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
বাংলাদেশ সফররত রমিজ ধারাভাষ্যের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তুলে ধরেছেন সিরিজের বিভিন্ন দিক। তিনি বলেন, পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হেরে গেল। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়।
বাংলাদেশের দলীয় আত্মবিশ্বাস এবং ঘরের মাঠের চেতনার প্রশংসা করে তিনি বলেন, তাদের গ্যালারি ছিল পরিপূর্ণ, স্পিরিট ছিল অনেক বেশি। ব্যাটিংয়েও তারা অনেক ভালো করেছে। বিশেষ করে জাকের আলীর লড়াকু ইনিংস দারুণ ছিল।
এদিকে পাকিস্তানের ব্যর্থতা নিয়েও আঙুল তুলেছেন রমিজ রাজা। তার মতে, টাফ কন্ডিশনে পারফর্ম করতে হলে স্পেশালিস্ট বোলার থাকা জরুরি, যেটার অভাব ছিল পাকিস্তান দলে।
আজ পাকিস্তানের দলে একজনও স্পেশালিস্ট স্পিনার ছিল না। এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও একজন রেগুলার বোলার। কঠিন পরিস্থিতিতে রেগুলার স্পেশালিস্ট বোলার থাকাটা জরুরি।
টেকনিক্যাল উন্নতির দিকেও গুরুত্ব দিয়েছেন রমিজ। বলেন, শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। শট সিলেকশন, রানিং বিটুইন দ্য উইকেট, ডিফেন্স—সব কিছুতেই উন্নতি করতে হবে। পাকিস্তানের অনেক কিছু শেখার বাকি আছে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে সুখবর পাবে বাংলাদেশ
শেষ পর্যন্ত রমিজের মন্তব্যে একটাই বার্তা পরিষ্কার—বাংলাদেশের জয় প্রাপ্ত সম্মান পেয়েছে, আর পাকিস্তানকে উন্নতির জন্য সামনে অনেক পথ পাড়ি দিতে হবে।