সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ঝড়ে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

সময়ের সন্ধানে ডেস্ক:
- আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঝড়ে ভেঙে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজলসহ কয়েকজন আশ্রয় নেন। এ সময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ওই ছাপড়ার ওপর ভেঙে পড়ে। বাকিরা বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।