টিকটকে পরিচয় থেকে বিয়ে, এরপর যা ঘটল

- আপডেট সময় : ০৬:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় টিকটকে পরিচয়ের পর বিয়ের এক বছরের মাথায় রূপালী বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল হোসেনের (৫০) বিরুদ্ধে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার উপাদী পূর্ব ইউনিয়নে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রূপালী বেগমের বাড়ি ওই এলাকায়। তিনি পাঁচ সন্তানের জননী। অভিযুক্ত জামাল হোসেন তার দ্বিতীয় স্বামী। জামালের বাড়ি বরিশাল।
রূপালীর বড় ভাই আলিম উদ্দিন বলেন, প্রায় এক বছর আগে টিকটকে পরিচয় হয় জামাল হোসেনের সঙ্গে। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। কিন্তু জামাল বিয়ের কিছুদিন পর থেকেই রূপালীর ওপর নির্যাতন শুরু করেন। গত মাসে জামাল স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেলে রূপালী মতলব দক্ষিণ থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। কয়েক দিন আগে পারিবারিকভাবে আবারও তাদের মধ্যে মীমাংসা হয়।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। তারপর থেকেই রূপালীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সারাদিন খুঁজেও পাওয়া যায়নি।
নিহতের মা মরিয়ম বেগম জানান, দিনভর মেয়েকে খুঁজে না পেয়ে বসতঘরের পাশে সেপটিক ট্যাংকের মুখ খোলা দেখেন। একপর্যায়ে সেখানে মেয়ের মরদেহ খুঁজে পান তিনি।
ঘটনাটি পুলিশকে জানানো হলে রাতে ঘটনাস্থলে পৌঁছে মতলব দক্ষিণ থানা পুলিশ সেপটিক ট্যাংক থেকে রূপালী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ গণমাধ্যমকে বলেন, মরদেহের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলা হয়। জামাল হোসেনকে আটকের চেষ্টা চলছে।