চাঁদপুরের সেই ইমাম মাওলানা আ.ন.ম নূর রহমান মাদানী বেঁচে আছেন

- আপডেট সময় : ০৯:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

ইমাম মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। ছবি:সংগৃহীত
চাঁদপুর শহরের একটি মসজিদে জুমার নামাজ শেষে কুপিয়ে জখম করার পর মারাত্মক আহত ইমাম এখন চিকিৎসাধীন আছেন। তিনি এখন আগের থেকে সুস্থ আছেন। এই ঘটনায় একটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন আহত ইমাম মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি।
চাঁদপুরে এই ইমামকে হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা। কেউ কেউ গুজব ছড়িয়েছেন যে মাওলানা নূর রহমান মারা গেছেন। তবে তার পরিবার নিশ্চিত করেছে, তিনি বেঁচে আছেন এবং শঙ্কামুক্ত।
জানা যায়, চাঁদপুর পৌর এলাকার প্রফেসরপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজে খুতবা ও আলোচনার সময় মাওলানা নূর রহমান মাদানীর বক্তব্যে ক্ষিপ্ত হন ওই এলাকার এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিল্লাল হোসেন। নামাজ শেষে তিনি দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে মসজিদের ভিতরেই পূর্বপরিকল্পিতভাবে ইমামের ওপর হামলা চালান। এতে মাথায় গুরুতর জখম হন মাওলানা মাদানী। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত ইমামের ছেলে আফনান তাকি জানান, ‘আমার বাবার ওপর বর্বরোচিত হামলার বিচার চাই। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি। বর্তমানে তিনি হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।’
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (এসআই, তদন্ত) মিন্টু দত্ত জানান, বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।