
বকশীগঞ্জ উপজেলায় টানা ৩বারের ও দেওয়ানগঞ্জে বর্তমান উপজেলা চেয়ারম্যান পরাজিত। ছবি:সংগৃহীত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বকশীগঞ্জ উপজেলায় টানা তিনবারের ও দেওয়ানগঞ্জে বর্তমান উপজেলা চেয়ারম্যান পরাজিত হয়েছেন। ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম।
মঙ্গলবার (২১ মে) রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফল অনুযায়ী, বকশীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলেন জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদের ছোট ভাই নজরুল ইসলাম সাত্তার।
উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন নজরুল। উপজেলা পরিষদ নির্বাচনে লড়ার জন্য পদত্যাগ করে প্রার্থী হন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট। মো. শাহজামাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান এবং জহুরা বেগম হাঁস প্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হন।
দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৯৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৭৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন আরিফ খান (বই), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ হাজার ৭৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন মুন্নী আক্তার (সেলাই মেশিন)।
ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আব্দুস ছালাম। মঙ্গলবারের ভোটে ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ২৫৫ ভোটে নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক আখন্দ (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ১২০ ভোটে নির্বাচিত হয়েছেন আবিদা সুলতানা যুথী (কলস)।
/এএম/