দিনাজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর

- আপডেট সময় : ১১:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং ভাঙচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল।
শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাচিনিয়া বাজার এলাকায় দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং স্থানীয় বিএনপি নেতা তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ আরও অনেকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সংঘর্ষের পর কাচিনিয়া বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকাজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।