সন্তানকে বিমানবন্দরে রেখে বেড়াতে গেলেন বাবা-মা

- আপডেট সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর খবরে বলা হয়েছে, সম্প্রতি ছেলেকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক দম্পতি। কিন্তু বিমানবন্দরে গিয়ে চেকইন করার সময় তারা জানতে পারেন, তাদের ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তখন সিদ্ধান্ত নিতে হয়—তারা কি ছেলেকে নিয়ে যাবেন না কি নিজেরাই যাবেন।
বিন্দুমাত্র দ্বিধা না করে ওই দম্পতি ছেলেকে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন। যাওয়ার আগে অবশ্য এক বিমানকর্মী তাদের জিজ্ঞেস করেন, ছেলেকে কোথায় রেখে যাচ্ছেন? উত্তরে তারা বলেন, এক আত্মীয় আসছেন, তিনিই ছেলেকে নিয়ে যাবেন।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেউ আসেনি ছেলেটিকে নিতে। একপর্যায়ে কাঁদতে কাঁদতে ছেলেটির নজরে পড়ে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের। পুলিশ এসে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—বাবা-মা ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে এনেছিলেন, কিন্তু তাকে রেখেই চলে গেছেন বিদেশে।
পুলিশ সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই দম্পতির আসন নম্বর ও ফ্লাইট তথ্য সংগ্রহ করে। পরে জানা যায়, তাদের বিমান ইতোমধ্যে অন্য এক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র জব্দ করে কর্তৃপক্ষ।
পরে ওই দম্পতিকে ফেরত আনা হয় সেই বিমানবন্দরে, যেখানে তারা ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন। তবে এখনো জানা যায়নি, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না বা গ্রেফতার করা হয়েছে কি না।
এর আগে, ২০১৮ সালে জার্মানিতেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। সেবার এক দম্পতি ভুলেই তাদের পাঁচ বছর বয়সী কন্যাকে বিমানবন্দরে রেখে চলে গিয়েছিলেন।