জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকায় সাইকেল র্যালি

- আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ এক সাইকেল র্যালির আয়োজন করে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, যে স্বপ্ন ও আকাঙ্খা নিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে সরকার।
ক্রীড়া সচিব আরও বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য সাইকেলিং খুব গুরুত্বপূর্ণ।এ সময় ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বক্তব্য রাখেন।
তিনি বলেন, সাইকেল র্যালিটির প্রতিপাদ্য হচ্ছে ‘নিজ আঙিনা পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগর গড়ি’। এই আয়োজনের মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্ন নগরীর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়। এতে ১৯০ জন সাইক্লিস্ট অংশ নেয়।