৫ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, ফুলের মালায় উদ্ধার যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে চোর এবং মাদকসেবীর অপবাদ সহ্য করতে না পেরে ইমন হোসেন (২৫) নামে এক যুবক বহুতল ভবনের কার্নিশে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবিতে গলায় ফুলের মালা পরিয়ে এবং সাংবাদিক উপস্থিত হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কোমরে দড়ি বেঁধে তাকে নিরাপদে উদ্ধার করেন। রোববার রাত পৌনে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার একটি ভবনের পঞ্চম তলার কার্নিশ থেকে তাকে নামানো হয়। বিকেল ৫টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করে ঘটনাস্থলে।

সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা।

ইমন বাঞ্চানগর এলাকার মো. খোকনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত এবং মাদক সেবন করতে না পেলে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন।

সাংবাদিকদের কাছে ইমন জানান, এলাকাবাসী আমাকে চোর এবং মাদকসেবী বলে অপবাদ দেয়। মনের কষ্টে আমি আত্মহত্যার চেষ্টা করেছি।এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে গালাগালিও করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, ছেলেটি মাদকসেবনের কারণে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দীর্ঘসময় ধরে সে তার কষ্টের কথা জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় টানা এক ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

৫ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, ফুলের মালায় উদ্ধার যুবক

আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে চোর এবং মাদকসেবীর অপবাদ সহ্য করতে না পেরে ইমন হোসেন (২৫) নামে এক যুবক বহুতল ভবনের কার্নিশে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবিতে গলায় ফুলের মালা পরিয়ে এবং সাংবাদিক উপস্থিত হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কোমরে দড়ি বেঁধে তাকে নিরাপদে উদ্ধার করেন। রোববার রাত পৌনে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার একটি ভবনের পঞ্চম তলার কার্নিশ থেকে তাকে নামানো হয়। বিকেল ৫টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করে ঘটনাস্থলে।

সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা।

ইমন বাঞ্চানগর এলাকার মো. খোকনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত এবং মাদক সেবন করতে না পেলে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন।

সাংবাদিকদের কাছে ইমন জানান, এলাকাবাসী আমাকে চোর এবং মাদকসেবী বলে অপবাদ দেয়। মনের কষ্টে আমি আত্মহত্যার চেষ্টা করেছি।এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে গালাগালিও করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, ছেলেটি মাদকসেবনের কারণে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দীর্ঘসময় ধরে সে তার কষ্টের কথা জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় টানা এক ঘণ্টা চেষ্টা করে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।