মা ও স্ত্রীকে মারধর করায় গণপিটুনি, অতঃপর…

- আপডেট সময় : ০২:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
সাতক্ষীরার তালায় মা ও স্ত্রীকে মারপিটের কারণে স্থানীয় এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২২ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালা থানার ওসি মঈন উদ্দিন।
নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।
হাবিবুর মোড়লের মা পারুল বেগম বলেন, আমার ছেলে হাবিবুর নেশা করতো। সে প্রায় আমাকে ও ওর স্ত্রীকে মারধর করতো।
হাবিবুরের স্ত্রী শান্তা বলেন, নেশার টাকার জন্য সে আমাদের মারধর করতো, আজ রাতেও সে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার একপর্যায়ে সে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে। এ সময় এলাকাবাসী আমাদের উদ্ধার করতে এসে তাকে মারধর করে। এতে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মঈন উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তালা হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।