বার্ন ইনস্টিটিউটে পর্যাপ্ত রক্ত ও ডোনার আছে, অহেতুক ভিড় না করার আহ্বান

- আপডেট সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় পর্যাপ্ত রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, রক্তের কোনো সংকট নেই। অহেতুক ভিড় না করে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি, কারণ অতিরিক্ত ভিড়ে চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
ডা. সায়েদুর রহমান জানান, আমাদের পর্যাপ্ত রক্ত মজুত রয়েছে, অনেক স্বেচ্ছাসেবী রক্তদাতাও প্রস্তুত। শুধু কিছু নেগেটিভ ব্লাড গ্রুপ লাগতে পারে, তবে সেটিও প্রয়োজন হলে জানানো হবে।
দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও জানান, পুরো পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ৬ থেকে ৮ ঘণ্টা পর আবার ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।