পরিত্যক্ত আদালত ভবনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার পাথরঘাটা পৌর শহরের কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে এম স্কুলের দুই শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে বন্ধ আদালত ভবনে প্রবেশ করে। ভবনের কেচিগেট তালাবদ্ধ থাকলেও নিচ দিয়ে ছোট শিশুরা প্রবেশ করতে পারে এমন ফাঁকা জায়গা ছিল। ভবনের সিঁড়িতে অচেনা যুবকের ফুলে যাওয়া মরদেহ দেখে তারা ভয়ে ফিরে এসে অন্য শিক্ষার্থীদের জানায়। পরে বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। পাশে ছিল একটি পানির বোতল ও দুই বেল্টের স্যান্ডেল। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মৃত্যু এক সপ্তাহ আগে হয়েছে। লাশটি অনেকটাই বিকৃত ও পচে গলে গেছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মৃত যুবকের এখন পর্যন্ত কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পাথরঘাটায় এই সংক্রান্ত কোনো মিসিং ডায়েরিও নেই। আমরা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি। পরিচয় শনাক্ত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও লাশের পরিচয় জানতে চেষ্টা করছে।