বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে : মনির খান

- আপডেট সময় : ১১:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মনির খান। ছবি:সংগৃহীত
সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চুরি-ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ ঘটছে। যা নানা আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রকাশ্যে হত্যা, ছিনতাইয়ের মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন সবাই। এ তালিকায় সর্বস্তরের মানুষের মতোই রয়েছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।
এবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মন্তব্য জানালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সমাজের অন্যসব সচেতন নাগরিকের মতো তিনিও ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে মন্তব্য জানান ‘অঞ্জনা’ খ্যাত এ তারকা।
মনির খান লিখেছেন, ‘বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, একথা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই উদ্বিগ্ন। দেশে এখন হত্যার মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। অপরাধী যেই হোক না কেন, সে কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে নয়।’
এ সময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে শ্রোতাপ্রিয় এ গায়ক লেখেন, ‘অপরাধীকে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।’
এরপরই রাজনৈতিক দল বিএনপি নিয়ে কুৎসা রটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ ব্যাপারে লিখেছেন, ‘বিএনপি এখন সরকারে নেই, কিন্তু একটি কুচক্রী মহল বিএনপির মতো বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’
মনির খান আরও লিখেছেন, ‘সুষ্ঠু ভোটের নির্বাচিত সরকার না থাকলে জনগণের শক্তি কমে যায়, বেড়ে যায় দুর্বৃত্তদের আস্ফালন। জনগণ আশা করে, একটা সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার নিশ্চয় দেশের সবার প্রত্যাশা পূরণ করবে।’