ঢাকায় হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৮:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাজধানী ঢাকার ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রকল্প এলাকার রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় কাপড় পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ২৬ বছর এবং পরনে ছিল কালো ফুলহাতা গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার।
সোমবার (৭ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর কুমার দেবনাথ জানান, রাত পৌনে ২টার দিকে চায়না বিদ্যুৎ প্রকল্পের পাশে রাস্তার উপর থেকে হাফ পিঠ মোড়ানো, হাত বাঁধা ও গলায় কাপড়ের বেল্ট পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় জানতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা, খুনিরা তাকে হাত-পিঠ বাঁধা অবস্থায় গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।