সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::

চড়া শুল্ক কার্যকরের নতুন তারিখ নির্ধারণ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। 

রোববার (৬ জুলাই) এসব কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে। যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক বসবে।

এর আগে, গত এপ্রিল মাসে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।

তবে, আলোচনার সুযোগ দিতে এই উচ্চ হারের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল, যার সময়সীমা শেষ হওয়ার কথা ৯ জুলাই। কিন্তু, এখন নতুন সময়সীমা অনুযায়ী, ট্রাম্পের উচ্চহারের শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না, তাদের চিঠি পাঠানো হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বড় বড় বাণিজ্য চুক্তির ঘোষণা আসছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রগতি হচ্ছে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিসর ছোট, এমন শতাধিক ছোট দেশকেও শিগগিরই শুল্ক বাড়িয়ে নোটিশ পাঠানো হবে।

হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কেভিন হ্যাসেট বলেন, যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা করছে, তাদের জন্য সময়সীমা কিছুটা পেছাতে পারে। শেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের আরেক উপদেষ্টা স্টিফেন মিরান বলেন, ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা নিয়ে আমি ভালো খবর পাচ্ছি। যেসব দেশ ছাড় দিতে প্রস্তুত, তারা তুলনামূলক কম শুল্কে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্রের বাজারে।

নিউজটি শেয়ার করুন

চড়া শুল্ক কার্যকরের নতুন তারিখ নির্ধারণ করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। 

রোববার (৬ জুলাই) এসব কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে। যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক বসবে।

এর আগে, গত এপ্রিল মাসে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।

তবে, আলোচনার সুযোগ দিতে এই উচ্চ হারের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল, যার সময়সীমা শেষ হওয়ার কথা ৯ জুলাই। কিন্তু, এখন নতুন সময়সীমা অনুযায়ী, ট্রাম্পের উচ্চহারের শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না, তাদের চিঠি পাঠানো হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বড় বড় বাণিজ্য চুক্তির ঘোষণা আসছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রগতি হচ্ছে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিসর ছোট, এমন শতাধিক ছোট দেশকেও শিগগিরই শুল্ক বাড়িয়ে নোটিশ পাঠানো হবে।

হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কেভিন হ্যাসেট বলেন, যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা করছে, তাদের জন্য সময়সীমা কিছুটা পেছাতে পারে। শেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের আরেক উপদেষ্টা স্টিফেন মিরান বলেন, ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা নিয়ে আমি ভালো খবর পাচ্ছি। যেসব দেশ ছাড় দিতে প্রস্তুত, তারা তুলনামূলক কম শুল্কে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্রের বাজারে।