ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

- আপডেট সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সময়ের সন্ধানে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। বুধবার (১১ ডিসেম্বর) ভোর থেকে এই যানজটের শুরু হয়।
যানজটে আটকে থাকা কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের বাসচালক আবু হানিফ জানান, সকাল ৭টায় ঢাকার সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। কিন্তু দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে যানজটে আটকা পড়েন। এতে তার দেড় ঘণ্টা সময় বেশি লেগেছে।
যানবাহনের চালক ও যাত্রীরা বলেন, প্রতিটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে লোকাল বাস ও মাইক্রোবাসগুলো মহাসড়কে যাত্রী ওঠানামা করানো আর উল্টোপথে যানবাহন চলাচলের কারণে মহাসড়কে নিয়মিত যানজট হচ্ছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল এবং উল্টোপথে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।