নওগাঁ-২ পত্নীতলা-ধামইরহাট আসনের সাবেক এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার গ্রেপ্তার। ছবি:সময়ের সন্ধানে
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ-২ পত্নীতলা-ধামইরহাট আসনের সাবেক সংসদ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বাবলু কে গতকাল বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করেছে পুলিশ।
জানা যায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা চেষ্টা, হুমকি ও হয়রানির মামলা রয়েছে।
এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নওগাঁসহ পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিএনপি ও জামায়াতের নেতাকর্মিদের মাঝে আনন্দের অনুভূতি প্রকাশ পায়।