নাজিম উদ্দিন ফকির হত্যাকাণ্ডে জড়িত ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।ছবি:সংগৃহীত
নওগাঁয় চাঞ্চল্যকর নাজিম উদ্দিন ফকির হত্যাকাণ্ডে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ জুন) দুপুরে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার গাজিউর রহমান।
পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত সোমবার রাত ১১টার দিকে নওগাঁ সদর উপজেলার বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে ফেরার পথে ভিকটিম নাজিম উদ্দিন ফকিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নওগাঁ সদর উপজেলার বিলভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সুজাত আলী (৩২) ও রঘনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা নাজিম উদ্দিন ফকিরকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে। আসামিদের বুধবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হকসহ অন্যান্য পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।