দিনাজপুর উপজেলার গোপালগঞ্জ বাজারের অর্ধশত ব্যবসায়ীরা,সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে”মানববন্ধন”

- আপডেট সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের অর্ধশত ব্যবসায়ী। সোমবার (২৭ মে) সকালে গোপালগঞ্জ বাজারে সব দোকান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভ করে। তাদের অভিযোগ, প্রতিনিয়ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলায় আহত হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জর্জিস সোহেল, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শংকর চন্দ্র রায়, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল হানিফ, দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুশীল রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজ বাজারের বিভিন্ন দোকানে প্রতিনিয়ত চাঁদা দাবি করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলার করে। রোববার বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এ সময় তাদের হামলায় কয়েকজন আহত হয়েছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীর।