গাজীপুরে বিদেশি অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ

- আপডেট সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গাজীপুরে বিদেশি অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চেকপোস্ট চলাকালীন এক মোটরসাইকেল চালককে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হলে প্যান্টের পকেট থেকে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ মটর সাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে রাকিবুল হাসান। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে।
অপর একটি অভিযানে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে দুই লাখ আটানব্বই হাজার দুইশত জাল টাকাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে মহানগর উত্তর গোয়েন্দা বিভাগ পুলিশ।