স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য সংস্কারের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন আহম্মেদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আলম এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শামীম শিকদারের নির্মিত এ ভাস্কর্য শুধু একটি শৈল্পিক নিদর্শন নয়, এটি মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ভাস্কর্যটির এমন অবহেলা ও নাজুক অবস্থা জাতির গৌরবের সঙ্গে বেমানান বলে মনে করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান—

১. ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. ভবিষ্যতে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ভাস্কর্যগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

৩. শিক্ষার্থী, শিল্পী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের নিয়ে একটি স্থায়ী কমিটি গঠন করতে হবে, যা নিয়মিত তদারকি করবে।

শিক্ষার্থীরা আরও বলেন, এই ভাস্কর্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র জাতির গৌরবের প্রতীক। এটি অবহেলিত থাকাটা দুঃখজনক এবং এর দ্রুত সংস্কার ও সংরক্ষণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য সংস্কারের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন আহম্মেদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আলম এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শামীম শিকদারের নির্মিত এ ভাস্কর্য শুধু একটি শৈল্পিক নিদর্শন নয়, এটি মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ভাস্কর্যটির এমন অবহেলা ও নাজুক অবস্থা জাতির গৌরবের সঙ্গে বেমানান বলে মনে করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান—

১. ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. ভবিষ্যতে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ভাস্কর্যগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

৩. শিক্ষার্থী, শিল্পী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের নিয়ে একটি স্থায়ী কমিটি গঠন করতে হবে, যা নিয়মিত তদারকি করবে।

শিক্ষার্থীরা আরও বলেন, এই ভাস্কর্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র জাতির গৌরবের প্রতীক। এটি অবহেলিত থাকাটা দুঃখজনক এবং এর দ্রুত সংস্কার ও সংরক্ষণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।