পানিতে পড়ে যাওয়া খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে ২ শিশুর মৃত্যু

বরগুনা (পাথরঘাটা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি :সংগৃহীত

বরগুনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো পাতাকাটা গ্রামে সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন। তারা একে অপরের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলছিল জুনায়েদ এবং ইয়াসিন। এ সময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসিন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরে দীর্ঘ সময় পর বিষয়টি স্বজনদের নজরে আসলে তারা জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পানিতে পড়ে যাওয়া খেলার সঙ্গীকে বাঁচাতে গিয়ে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

ছবি :সংগৃহীত

বরগুনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো পাতাকাটা গ্রামে সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন। তারা একে অপরের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলছিল জুনায়েদ এবং ইয়াসিন। এ সময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসিন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরে দীর্ঘ সময় পর বিষয়টি স্বজনদের নজরে আসলে তারা জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।