আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন: অসীম মুনির

- আপডেট সময় : ০৯:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন, আমি অন্য কোনো পদ চাই না। আসিফ আলী জারদারিকে সরিয়ে অসীম মুনির প্রেসিডেন্ট হবেন বলে গত কয়েকদিন ধরে পাকিস্তানে গুঞ্জনের প্রেক্ষিতে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে নিজেই এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বেলজিয়ামে ডেইলি জেং পত্রিকার জ্যেষ্ঠ সম্পাদক সুহাইল ওয়ারিচকে এই গুঞ্জন সম্পর্কে পাক সেনা প্রধান এসব বলেন। এ নিয়ে সুহাইল ওয়ারিচ একটি কলাম লিখেছেন। যেটি দেশটিতে বেশ আলোচিত হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানে জোরালো গুজব ছড়ায় যে, যেকোনো সময় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পদত্যাগ করবেন। এতে অসীম মুনিরের প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হবে।
বিশেষ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে টপকে দুই মাসের ব্যবধানে দুইবার যুক্তরাষ্ট্রে যাওয়া এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের পর এ গুঞ্জন আরও জোরালো হয়।
তবে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, এ নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক অরাজকতা ছড়ানোর জন্য এগুলো ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মুনির আরও বলেন, আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন। এ ছাড়া অন্য কোনো পদের প্রত্যাশা আমি করি না। আমি শুধু দেশের সেবক হিসেবে থাকতে চাই। আমি একজন সৈনিক। আর আমার সবচেয়ে বড় প্রত্যাশা হলো শহীদি মৃত্যু।
প্রসঙ্গত, পাকিস্তানে বর্তমানে সবচেয়ে ক্ষমতাবান মানুষ হচ্ছেন অসীম মুনির। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর তাকে জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাক সরকার। তিনি দেশটির সাবেক স্বৈরাশাসক আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল হয়েছেন।