পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ছাত্রীসহ ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৯:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে আফিফা আবেদীন (২২) ও হুজাইফা নূর (৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফিফা আবেদীন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। হুজাইফা নূর ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে। তিনি উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দুজনই পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছিল। তবে মরদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ছাত্রীসহ ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে আফিফা আবেদীন (২২) ও হুজাইফা নূর (৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফিফা আবেদীন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী। হুজাইফা নূর ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নউরগ্যা পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে। তিনি উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দুজনই পুকুরে গোসল করতে নেমেছিল। এরপর হঠাৎ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছিল। তবে মরদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।