ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।রোববার (১৭ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাকিব বিশ্ববিদ্যালয়ের ‘ঠিকাদারির জামানতের টাকা’ নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানালে তাকে থানায় দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।রোববার (১৭ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাকিব বিশ্ববিদ্যালয়ের ‘ঠিকাদারির জামানতের টাকা’ নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানালে তাকে থানায় দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।