সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::

দিনদুপুরে থানার পাশেই প্রকাশ্যে ৯ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে থানার একশ গজ সামনেই প্রকাশ্যে দিনদুপুরে প্রায় ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়, থানা ও দলিল লেখক সমিতির কার্যালয় পাশাপাশি অবস্থিত। ওই দিন দুপুরে দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য ৮টি জমির দলিল প্রস্তুত করেন। এসব দলিলের সরকারি রাজস্ব পরিশোধের জন্য নির্ধারিত ছিল ৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

স্ট্যাম্প ভেন্ডার জুলহাস উদ্দিনের ছেলে রাউফুল রহমান ও ভাগনে রাশেদ রাজস্ব জমা দিতে টাকা নিয়ে অটোরিকশায় করে কালিয়াকৈর বাজারের সোনালী ব্যাংকের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলা খাদ্য গুদামের সামনে পৌঁছালে হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। গাড়ি থেকে নামা দুই ছিনতাইকারী রাউফুল রহমানের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।

দলিল লেখক ও দলিল গ্রহীতারা জানান, ঘটনার পর তারা কালিয়াকৈর থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

কালিয়াকৈর দলিল লেখন ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি আজিজুল রহমান বলেন, এমন একটি ঘটনা আমাদের হতবাক করেছে। পুলিশকে জানানো হয়েছে এবং তারা তদন্ত করছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

দিনদুপুরে থানার পাশেই প্রকাশ্যে ৯ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ১০:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ছবি:সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে থানার একশ গজ সামনেই প্রকাশ্যে দিনদুপুরে প্রায় ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়, থানা ও দলিল লেখক সমিতির কার্যালয় পাশাপাশি অবস্থিত। ওই দিন দুপুরে দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য ৮টি জমির দলিল প্রস্তুত করেন। এসব দলিলের সরকারি রাজস্ব পরিশোধের জন্য নির্ধারিত ছিল ৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

স্ট্যাম্প ভেন্ডার জুলহাস উদ্দিনের ছেলে রাউফুল রহমান ও ভাগনে রাশেদ রাজস্ব জমা দিতে টাকা নিয়ে অটোরিকশায় করে কালিয়াকৈর বাজারের সোনালী ব্যাংকের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলা খাদ্য গুদামের সামনে পৌঁছালে হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। গাড়ি থেকে নামা দুই ছিনতাইকারী রাউফুল রহমানের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।

দলিল লেখক ও দলিল গ্রহীতারা জানান, ঘটনার পর তারা কালিয়াকৈর থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

কালিয়াকৈর দলিল লেখন ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি আজিজুল রহমান বলেন, এমন একটি ঘটনা আমাদের হতবাক করেছে। পুলিশকে জানানো হয়েছে এবং তারা তদন্ত করছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।