ছেলেকে হত্যার পর থানায় মা-বাবা

বরিশাল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক বাবা। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।নিহত হাসান গাজী (১৮) দীর্ঘদিন ধরে ইয়াবাসেবনে আসক্ত ছিলেন বলে জানা গেছে। নেশার টাকা না পেয়ে প্রায়ই মা-বাবার ওপর নির্যাতন চালাতেন তিনি। ঘটনার দিনও হাসান মাকে মারধর ও ঘরে ভাঙচুর করছিলেন।

পুলিশ জানায়, এ সময় বাবা জাফর গাজী (৪৮) বিষয়টি থামাতে গেলে হাসানের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লোহার পাইপ দিয়ে ছেলেকে একাধিকবার আঘাত করলে হাসান মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে জাফর গাজী এবং তার স্ত্রী নাজমা বেগম (৪০) বিকেল ৩টার দিকে বাকেরগঞ্জ থানায় গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।থানা পুলিশ আহত হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ছেলেকে হত্যার পর মা-বাবা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ছেলেকে হত্যার পর থানায় মা-বাবা

আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক বাবা। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।নিহত হাসান গাজী (১৮) দীর্ঘদিন ধরে ইয়াবাসেবনে আসক্ত ছিলেন বলে জানা গেছে। নেশার টাকা না পেয়ে প্রায়ই মা-বাবার ওপর নির্যাতন চালাতেন তিনি। ঘটনার দিনও হাসান মাকে মারধর ও ঘরে ভাঙচুর করছিলেন।

পুলিশ জানায়, এ সময় বাবা জাফর গাজী (৪৮) বিষয়টি থামাতে গেলে হাসানের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লোহার পাইপ দিয়ে ছেলেকে একাধিকবার আঘাত করলে হাসান মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে জাফর গাজী এবং তার স্ত্রী নাজমা বেগম (৪০) বিকেল ৩টার দিকে বাকেরগঞ্জ থানায় গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।থানা পুলিশ আহত হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ছেলেকে হত্যার পর মা-বাবা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’