চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

- আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির অভিযোগ তুলে মো. নিজাম উদ্দিন প্রকাশ মন্নান (৩২) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার মাথায় কোপ এবং ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।জানা যায়, রোববার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে আনোয়ারার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বড় ভাই মো. নাজিম উদ্দিন জানান, ভোর রাতে স্থানীয় মনছুর উদ্দিন (৩৫) ও মিনহাজ (২২) নিজামকে বাড়ি থেকে ডেকে এনে ‘চোর’ অপবাদ দিয়ে একটি কড়ই গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। পরে ধারালো কিরিচ দিয়ে মাথায় কোপানো হয় এবং লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে মুমূর্ষু অবস্থায় পড়েন।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় নিজামকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় নিজামের বড় ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে আনোয়ারা থানায় মনছুর, মিনহাজ ও বেলালসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই পুলিশ মনছুর ও মিনহাজকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার মাথায় ও পায়ে রক্ত ঝরছিল। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।