ফেসবুকে পরিচয়,প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে

- আপডেট সময় : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
পাকিস্তানি এক ব্লগারের সঙ্গে ফেসবুকে পরিচয় বাংলাদেশি এক তরুণীর। সে থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা এরপর এক বছর আগে ২০২৪ সালে বিয়ে করেছেন তারা।
রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতে এসে জানালেন তার বাংলাদেশে আসার গল্প।
পাকিস্তানি সেই ব্লগার বলেন, তিনি প্রথম সেছিলেন ২০২২ সালে বাংলাদেশে। এরপর প্রেমের টানে ২০২৪ সালে বাংলাদেশে এসে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণীকে। সে থেকেই এখানেই আছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশকে খুব ভালোবাসি অনেক অনেক ভালোবাসি। আমি পাকিস্তানের মুলতান শহরের ছেলে। এর আগে আমি কখনো বাংলাদেশ স্টেডিয়ামে খেলা দেখিনি। আজকে প্রথমবার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছি। আমি খুব এক্সাইটেড।
তিনি আরও বলেন, আমি এখন অনেক ভালো বাংলা বলতে পারি। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরি। বাংলায় কথা বলি আমার কোন সমস্যা হয় না। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। পাকিস্তানে যেতে আর মন চায় না। আমি এখন বাংলাদেশেই থাকবো। আমি বলে বুঝাতে পারবো না আমার বাংলাদেশ কত ভালো লাগে। এখানকার কালচার, পরিবেশ সব কিছু আমার ভালোলাগে।
বাংলাদেশি সেই তরুণী বলেন, পাকিস্তানি সেই ব্লগারের সঙ্গে পরিচয় হয়েছিল ব্লগের ভিডিওতে কমেন্ট করে।