পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে নিহত চাচা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি

- আপডেট সময় : ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিহত-কায়সার ইমরান বাবুল ছবি:সময়ের সন্ধানে
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা আটপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন।রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত-কায়সার ইমরান বাবুল (৫৯) স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন ও ভাতিজাদের সঙ্গে একটি যৌথ সেচপাম্প এবং জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেচপাম্প থেকে বাবুল তার প্রাপ্য আয় পেতেন না, এমনকি তার জমিতে ঠিকমতো পানি দেওয়া হতো না। এ নিয়ে প্রায়ই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। রোববার রাতে এশার নামাজের সময় পারিবারিক আলোচনার একপর্যায়ে তর্কাতর্কি শুরু হলে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের ওপর হামলা চালান। গুরুতর আঘাতে তিনি নিজ ঘরে গিয়েই ঢলে পড়েন মৃত্যুর কোলে।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, রতন তার ছেলে ও কামালের দুই ছেলেকে ইন্ধন দিলে তারা চাচার ওপর হামলা চালায়। তাদের মারধরে বাবুল তার বাবার ঘরে গিয়ে ওঠে। কিন্তু সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেই সঙ্গে এই হামলার মূল ইন্ধনদাতা নিহতের ভাই রতনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।