ইইউ’র ইলেকশন বিশেষজ্ঞদের সঙ্গে বিএনপির বৈঠক, যে আলোচনা হলো

- আপডেট সময় : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন বিশেষজ্ঞ মিশন সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ শনিবার বেলা ৩টার দিকে ভার্চুয়ালি বৈঠক করেন তারা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান-এর নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যর প্রতিনিধিদল।
গণমাধ্যমে পাঠানো প্রেসনোটে বলা হয়, গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশে হাজার-হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধীদলের সম্ভাব্য প্রার্থীসহ শতশত নেতাকর্মীদের ফরমায়েসি সাজা প্রদানের মত দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচনী প্রহসনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।