পদ্মার এক পাঙাশ ৩১ হাজার ৬৪০ টাকা নিলামে বিক্রি করে করে ব্যবসায়ীরা!

- আপডেট সময় : ১১:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পদ্মার এক পাঙাশ ৩১ হাজার ৬৪০ টাকা ২২ কেজি ৬০০ গ্রাম ওজন।ছবি:সময়ের সন্ধানে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এক জেলের জালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি জেলের কাছ থেকে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনে নিয়েছে স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
শনিবার (১ জুন) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য আড়তে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
এর আগে শনিবার ভোররাতে আরিচা ও গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনার নিচ থেকে জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে আনিস হালদার দলবল নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান। তারা ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বসে থাকেন। হঠাৎ তাদের জালে জোরে একটা ধাক্কা লাগে। পরে তারা জাল উঠিয়ে দেখতে পান বড় আকৃতির একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে গিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, ‘উন্মুক্ত নিলামে মাছটি ১৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনেছি। এখন এক হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব।’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।’