কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আলুর মজুত প্রচুর। কোনও সংকট নেই। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু, কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।
নির্বাচন প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।