কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর করেছে একদল দুর্বৃত্তরা। এতে ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহের সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর মাসকান্দা এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দেড় শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারে। তারা আ.লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না এমন স্লোগান দিতে দিতে কাউন্টার ভাঙচুর ও লুটপাট করে।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, আমি ঢাকা থেকে ফিরছিলাম। খবর পাই মাসকান্দায় আমাদের কাউন্টারে হামলা হয়েছে। কী কারণে বা কারা এ হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। আওয়ামী লীগ নেতার গাড়ি চলাচল নিয়ে হামলা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মূলত গাড়িগুলোর ঢাকার মালিক রয়েছে। আমরা ইচ্ছা করলেই কারো গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারি না।

ঘটনার সময় কাউন্টারে কর্মরত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল লোক মোটরসাইকেলে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তারা কাউন্টার ভাঙচুর করে ও ভেতরে থাকা টাকা-পয়সা লুটে নেয়।

এ ঘটনায় ইউনাইটেড বাস সার্ভিসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। অনেক যাত্রী অগ্রিম টিকিট কেটেও গন্তব্যে যেতে পারছেন না।

ঢাকাগামী যাত্রী মজিবুর রহমান বলেন, আমি অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু স্ট্যান্ডে এসে দেখি কাউন্টার ভাঙচুর করা হয়েছে, বাস চলাচল বন্ধ। আমাকে ঢাকা হয়ে বরিশাল যেতে ছিল। লঞ্চের টিকিটও কাটা। এখন সব কিছু এলোমেলো হয়ে গেল।

একটি সূত্র বলছে, বাসস্ট্যান্ডের হামলাকারীরা বারবার বলছিল শামীমের কোনো বাস চলবে না। এই স্লোগান দিতে দিতেই তারা হামলা চালায়।

এ বিষয়ে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, কে বা কারা হামলা করেছে বিষয়টি নিয়ে মালিক সমিতির সবার সঙ্গে কথা হয়েছে। তারা নিদিষ্ট করে কিছু বলতে পারছেন না। এ বিষয়ে রাতে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ছবি:সংগৃহীত

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর করেছে একদল দুর্বৃত্তরা। এতে ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহের সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর মাসকান্দা এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দেড় শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারে। তারা আ.লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না এমন স্লোগান দিতে দিতে কাউন্টার ভাঙচুর ও লুটপাট করে।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, আমি ঢাকা থেকে ফিরছিলাম। খবর পাই মাসকান্দায় আমাদের কাউন্টারে হামলা হয়েছে। কী কারণে বা কারা এ হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। আওয়ামী লীগ নেতার গাড়ি চলাচল নিয়ে হামলা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মূলত গাড়িগুলোর ঢাকার মালিক রয়েছে। আমরা ইচ্ছা করলেই কারো গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারি না।

ঘটনার সময় কাউন্টারে কর্মরত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল লোক মোটরসাইকেলে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তারা কাউন্টার ভাঙচুর করে ও ভেতরে থাকা টাকা-পয়সা লুটে নেয়।

এ ঘটনায় ইউনাইটেড বাস সার্ভিসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। অনেক যাত্রী অগ্রিম টিকিট কেটেও গন্তব্যে যেতে পারছেন না।

ঢাকাগামী যাত্রী মজিবুর রহমান বলেন, আমি অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু স্ট্যান্ডে এসে দেখি কাউন্টার ভাঙচুর করা হয়েছে, বাস চলাচল বন্ধ। আমাকে ঢাকা হয়ে বরিশাল যেতে ছিল। লঞ্চের টিকিটও কাটা। এখন সব কিছু এলোমেলো হয়ে গেল।

একটি সূত্র বলছে, বাসস্ট্যান্ডের হামলাকারীরা বারবার বলছিল শামীমের কোনো বাস চলবে না। এই স্লোগান দিতে দিতেই তারা হামলা চালায়।

এ বিষয়ে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, কে বা কারা হামলা করেছে বিষয়টি নিয়ে মালিক সমিতির সবার সঙ্গে কথা হয়েছে। তারা নিদিষ্ট করে কিছু বলতে পারছেন না। এ বিষয়ে রাতে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা রয়েছে।