গভীর রাতে উঠানে গলাকাটা মরদেহ, কী ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়ির ভেতরে তাকে হত্যা করা হয়।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় একজন কসাই ছিলেন।

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

মিজানুরের প্রতিবেশী ইউনূস আলী বলেন, এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন আর শুক্রবার গরুর মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিজানুর ঘর থেকে বের হন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

গভীর রাতে উঠানে গলাকাটা মরদেহ, কী ঘটেছিল

আপডেট সময় : ০৩:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ছবি:সংগৃহীত

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়ির ভেতরে তাকে হত্যা করা হয়।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় একজন কসাই ছিলেন।

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

মিজানুরের প্রতিবেশী ইউনূস আলী বলেন, এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন আর শুক্রবার গরুর মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিজানুর ঘর থেকে বের হন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।