স্টেশনে পৌঁছাতেই আগুন লাগলো ট্রেনের ইঞ্জিনে

- আপডেট সময় : ০২:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ট্রেনের চালকসহ স্টাফদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইঞ্জিন বিকল হয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে গেলেও দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসেছে। কাজ চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।