কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে গেল স্কুলছাত্রী, অতঃপর…

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদরে কুকুরের তাড়া খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।স্কুল শিক্ষার্থী সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে ও শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, বুধবার দুপুরে ওই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে তাড়া করে। পরে ওই শিক্ষার্থী ভয়ে দৌড় দিলে রাস্তার পাশে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ময়নাতদন্ত তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে গেল স্কুলছাত্রী, অতঃপর…

আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদরে কুকুরের তাড়া খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।স্কুল শিক্ষার্থী সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে ও শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, বুধবার দুপুরে ওই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে তাড়া করে। পরে ওই শিক্ষার্থী ভয়ে দৌড় দিলে রাস্তার পাশে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ময়নাতদন্ত তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।