মোহাম্মদপুরে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

- আপডেট সময় : ০৮:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ ঘটনায় শাহ আলম নামে এক কিশোর নিহত হয়েছে।সোমবার (১১ আগস্ট) বিকেলে জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ, মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন, আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।