বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে।শুক্রবার (৮ আগস্ট) রাত ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসি রায় (৩৫)।

বীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সুবাসি রায়কে মৃত ঘোষণা করেন ও স্বামী মানিক রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। রাত আনুমানিক ৩টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে দম্পতির আত্মহত্যার খবর পাওয়া গেছে।শুক্রবার (৮ আগস্ট) রাত ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসি রায় (৩৫)।

বীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এসময় বাড়ির লোকজন জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সুবাসি রায়কে মৃত ঘোষণা করেন ও স্বামী মানিক রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। রাত আনুমানিক ৩টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।