ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকালে মহেশপুরের শ্যামকুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাকি তিনজন হলেন মানব পাচারকারী চক্রের সদস্য। তাদের মধ্যে একজনের নাম রিয়াজ, এবং বাকি দুজনের নাম ফয়েজ ও মিরাজ। তারা সবাই পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবারে সকালে পেপুলবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে মোটরসাইকেলে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন রিয়াজউদ্দিন। এ সময় রাস্তা কাঁচা হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলের গতিবিধি লক্ষ করে তাদের আটক করেন।

আটক হওয়ার পর রিয়াজউদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের এই সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রেখেছিল এবং তার কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।

পরে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। মহেশপুর থানা পুলিশ এবং বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, আটক মানবপাচারকারী চক্রের সদস্য রিয়াজ এর আগেও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। গত ২ মে এই সীমান্তে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ভারতে পালিয়ে যাওয়ার সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৩

আপডেট সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ছবি:সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকালে মহেশপুরের শ্যামকুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাকি তিনজন হলেন মানব পাচারকারী চক্রের সদস্য। তাদের মধ্যে একজনের নাম রিয়াজ, এবং বাকি দুজনের নাম ফয়েজ ও মিরাজ। তারা সবাই পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবারে সকালে পেপুলবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে মোটরসাইকেলে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন রিয়াজউদ্দিন। এ সময় রাস্তা কাঁচা হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলের গতিবিধি লক্ষ করে তাদের আটক করেন।

আটক হওয়ার পর রিয়াজউদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের এই সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রেখেছিল এবং তার কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।

পরে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। মহেশপুর থানা পুলিশ এবং বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, আটক মানবপাচারকারী চক্রের সদস্য রিয়াজ এর আগেও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। গত ২ মে এই সীমান্তে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।