বিয়ের আসর থেকে কারাগারে বর, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

- আপডেট সময় : ১০:১৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত
মেহেরপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের আসর থেকে ধরে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, মদনাডাঙ্গা গ্রামের পেল্টু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী কন্যা খাদিজা খাতুনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। এ সময় বর রাব্বি রাসেল (১৯) ও তার দুলাভাই সজীব আলীকে (২৮) আটক করা হয়। পরে ফৌজদারি অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহোযোগিতা করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।