রেললাইনে বসে মাদক সেবন করতে গিয়ে…

- আপডেট সময় : ০৭:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেললাইনে বসে মাদক সেবনের সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে মিত্রবাটি এলাকার ৪৫০ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন (২৪) পীরগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকার বাসিন্দা সহিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী তুহিন নামে এক ব্যক্তি জানান, লিমন রেললাইনে বসে আঠা জাতীয় মাদক (ড্যান্ডি) সেবন করছিলেন। এ সময় পীরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন কমিউটার ট্রেনটি তার কাছাকাছি পৌঁছালে হাতের ইশারায় সেটি থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি আঠার কৌটা উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে।