মধ্যরাতে আলো নিভিয়ে ককটেল বিস্ফোরণ,

- আপডেট সময় : ০৫:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যরাতে বিদ্যুতের লাইন কেটে, ককটেল ফাটিয়ে ৪০ থেকে ৫০ জনের একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ৩ জন আহত হন বলে জানা গেছে। গত ৪ জুলাই দিবাগত রাতে উপজেলার কাশিনগর ইউনিয়নর ভূমি অফিসে সামনে মনির ভ্যারাইটিজ স্টোর নামের দোকানে এ হামলা হয়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আইয়ুব আলী ভেন্ডার, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও একরাম হোসেনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ‘মনির ভ্যারাইটিজ স্টোরে’ হামলা করে। তারা দোকানের বিদ্যুতের লাইন কেটে ধারালো অস্ত্র দিয়ে দোকানটি কুপিয়ে তছনছ ও মালামাল লুট করে নিয়ে যায়। দোকানে থাকা মনির এতে বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ব্যবসায়ী মনির হোসেনের ভাই মোহাম্মদ আলী জানান, মিলন আক্তারের কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন মনির হোসেন। এ দিকে মিলনের সঙ্গে দ্বন্দ্ব হামলাকারী আইয়ুব আলী ভেন্ডার ও আনোয়ারসহ কয়েকজনের। এর জেরে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আইয়ুব আলী ভেন্ডার ও আনোয়ারের নেতৃত্বে দোকান ঘরটি ভাঙচুর ও লুটপাট করা হয়। তাদের হামলায় আহত তার ভাই ও চাচা বর্তমানে কুমিল্লায় চিকিৎসাধীন।
জায়গার মালিক মিলন আক্তারের ছেলে তাজুল ইসলাম বলেন, জায়গাটি আমার মায়ের নামে খারিজ করা। আওয়ামী শাসনামলে তাদের দলীয় প্রভাবে আমাদের জায়গায় আসতে পারিনি। জুলাই বিপ্লবের পর তারা পালিয়ে গেলে আমরা আমাদের জায়গায় দোকানঘর নির্মাণ করি। তারা আবার ফিরে এসে শুক্রবার রাতে দোকানের বিদ্যুৎ ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে ধারালো অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট করে।
অভিযুক্তরা গা-ঢাকা দেওয়ায় তাদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম থানার এসআই মোর্শেদ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, মধ্যরাতে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।