অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশ বৈঠক, অতঃপর…

- আপডেট সময় : ০৮:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
পাবনার সাঁথিয়া উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গণপিটুনির পর স্থানীয় সালিসি বৈঠক থেকে এক নারীকে অপহরণের অভিযোগ উঠেছে।শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তি আব্দুস সালাম (৫৫), ওই গ্রামের মৃত কাদের মুন্সীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
স্থানীয়রা জানান, সালামের সঙ্গে একই গ্রামের এক নারীর (৪০) দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই নারীর ঘরে সালাম প্রবেশ করলে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে সালামকে গণপিটুনি দিয়ে একটি ঘরে আটকে রাখেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন।
থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে বিপাকে ভুয়া এসআই
পরে রাত ৯টার দিকে স্থানীয় আজাহার আলীর বাড়িতে সালিশ বৈঠক বসে। সভাপতিত্ব করেন এলাকার মান্নান মুহুরি। বৈঠক চলে ভোর ৪টা পর্যন্ত। বৈঠকে উভয় পক্ষ বিয়েতে সম্মত হলেও কিছু প্রভাবশালী বহিরাগত ও সালামের স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা জোরপূর্বক নারী ও সালামকে উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার সকালে ওই নারীর স্বামী আবু সাইদ সাঁথিয়া থানায় অপহরণ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সালিসির সভাপতি মান্নান মুহুরি বলেন, মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রভাবশালী মহল টাকা খরচ করে নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অভিযুক্ত আব্দুস সালাম বলেন, আমাকে মারধর করা হয়েছে। আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ওই নারীর সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, অপহরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।