৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হবে’

- আপডেট সময় : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে কারিগরি শিক্ষা বিভাগ নতুন উদ্যোমে কাজ করে যাচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারে সকল বৈষম্য দূর করতে স্কুল-মাদরাসায় মানবিক, বিজ্ঞান, বাণিজ্য শাখার পাশাপাশি কারিগরি শাখা খোলার চেষ্টা করা হচ্ছে। সারা দেশের ৩২৯টি উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করা হবে। সেখানে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি চালু থাকবে। এছাড়াও আমরা হাইস্কুলেও কারিগরি শাখার খোলার অনুমতি দিচ্ছি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল সংকট দূরীকরণের চেষ্টা চলছে।
শনিবার (৫ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সিলেট বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশ নিয়ে কারিগরি শিক্ষার মান্নোয়নে বিভিন্ন দিক তুলে ধরেন সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম ও সংশ্লিষ্ট অংশগ্রহণকারী।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কবির, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমীন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন, সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম।