ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১
শিরোনাম ::
আবারও হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি ময়মনসিংহে দুই সমন্বয়ককে গ্রেফতার করল যৌথবাহিনী নীলফামারীর ডিমলায় ২ মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত-৫ শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি সাগির হোসেন ও সম্পাদক মফিদুল ইসলাম নীলফামারীতে তিস্তা ব্যারেজের সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন নেত্রকোণায় দুর্গাপুর থানার পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শরীয়তপুরের জাজিরা থানার ভেতর থেকে ওসি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘুষের টাকা না পেয়ে মারপিটে আহত ৩ অভিযুক্ত এসআই বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ১০ ছেলে ও ৯ মেয়ের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ৪৩ বছরের সৌদি নারী শ্রীপুরে ‘মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

  • অনলাইন নিউজ
  • আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 86

প্রতিবছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালির বোলোনিয়ার শহরে হাজার বছর পুরোনো আরও একটি টাওয়ার হেলে পড়ছে, যার নাম গারিজেন্দা টাওয়ার। যদিও টাওয়ারটি আগে থেকেই কিছুটা হেলে ছিল।

টাওয়ারটি যেকোনো মুহূতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টাওয়ার এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ভেঙ্গে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়।

প্রসঙ্গত, বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে।

২০১৯ সালে গারিজেন্দা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় টাওয়ারটির নজরদারিতে বসানো হয়েছিল সেন্সর মেশিন। সম্প্রতি সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গারিজেন্দা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবারও হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

প্রতিবছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালির বোলোনিয়ার শহরে হাজার বছর পুরোনো আরও একটি টাওয়ার হেলে পড়ছে, যার নাম গারিজেন্দা টাওয়ার। যদিও টাওয়ারটি আগে থেকেই কিছুটা হেলে ছিল।

টাওয়ারটি যেকোনো মুহূতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টাওয়ার এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ভেঙ্গে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়।

প্রসঙ্গত, বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে।

২০১৯ সালে গারিজেন্দা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় টাওয়ারটির নজরদারিতে বসানো হয়েছিল সেন্সর মেশিন। সম্প্রতি সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গারিজেন্দা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।