ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
শিরোনাম ::
বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার দায়িত্ব নিয়ে বলেন, জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাগমারা’য় আ.লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্ব বিল দখলের অভিযোগ আ:লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিনা নোটিশে মৌসুমের শুরুতে বন্ধ গাজীপুরের সাফারি পার্ক, হতাশ দর্শনার্থীরা বাগমারা’য় হতদরিদ্রের টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বঙ্গোপসাগরে জলদস্যুর অপহরণ হওয়ার ৪ দিন পর ফিরেছেন ১৯ জেলে জামালপুরে চার্জশিট থেকে যুবলীগ নেত্রীর নাম বাদ দেয়ার আশ্বাস যুবদল নেতার, ফোনালাপ ফাঁস ‘আ.লীগ দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে

৮ ফেব্রুয়ারির আগেই শিল্পী সমিতির নির্বাচনের তফসিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। ঘনিয়ে আসছে ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা হবে সেই নির্বাচনের তফসিল।

রবিবার দুপুরে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বর্তমান কমিটির হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সাধারণ সম্পাদকের পদে বসা অভিনেত্রী নিপুণ আক্তার।

নায়িকা বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

এ সময় নিজের প্যানেলের বিষয়ে নিপুণ বলেন, ‘গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।’

এর আগে গত বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ তৃতীয়বারের মতো সম্পাদক হয়েছিলেন মিশা-জায়েদ প্যানেলের জায়েদ খান।

কিন্তু পরবর্তীতে নিপুণের অভিযোগের ভিত্তিতে নির্বাচনি আরণবিধি ভঙ্গের দায়ে বাতিল হয়ে যায় জায়েদ খানের প্রার্থিতা। নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচনি আপিল বোর্ড। এ সিদ্ধান্তের বিপরীতে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান জায়েদ খান।

এরপর নিপুণ পাল্টা আপিল করেন হাইকোর্টের আপিল বিভাগে। কয়েক মাস ধরে চলা এই মামলায় অবশেষে গত বছরের নভেম্বরে নিপুণের পক্ষেই রায় দেয় আপিল বিভাগ। তারও আগে থেকে এই নায়িকা সামলে চলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

৮ ফেব্রুয়ারির আগেই শিল্পী সমিতির নির্বাচনের তফসিল

আপডেট সময় : ০৭:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। ঘনিয়ে আসছে ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা হবে সেই নির্বাচনের তফসিল।

রবিবার দুপুরে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বর্তমান কমিটির হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সাধারণ সম্পাদকের পদে বসা অভিনেত্রী নিপুণ আক্তার।

নায়িকা বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

এ সময় নিজের প্যানেলের বিষয়ে নিপুণ বলেন, ‘গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনে নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।’

এর আগে গত বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ তৃতীয়বারের মতো সম্পাদক হয়েছিলেন মিশা-জায়েদ প্যানেলের জায়েদ খান।

কিন্তু পরবর্তীতে নিপুণের অভিযোগের ভিত্তিতে নির্বাচনি আরণবিধি ভঙ্গের দায়ে বাতিল হয়ে যায় জায়েদ খানের প্রার্থিতা। নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচনি আপিল বোর্ড। এ সিদ্ধান্তের বিপরীতে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান জায়েদ খান।

এরপর নিপুণ পাল্টা আপিল করেন হাইকোর্টের আপিল বিভাগে। কয়েক মাস ধরে চলা এই মামলায় অবশেষে গত বছরের নভেম্বরে নিপুণের পক্ষেই রায় দেয় আপিল বিভাগ। তারও আগে থেকে এই নায়িকা সামলে চলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ।